• তথ্য ও প্রযুক্তি

ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক

  • তথ্য ও প্রযুক্তি
  • ১২ ডিসেম্বর, ২০১৮ ২০:২২:২৭

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হুমকির পর সেখানকার ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ বোমা হুমকির খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকের একজন মুখপাত্র ই-মেইলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, সব কর্মী নিরাপদে আছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেসবুক। মেনলো পার্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বোমা হুমকির পাওয়ার পর একটি ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফেসবুক ক্যাম্পাসের বিশাল বিশাল ভবনের মধ্যে কোন ভবনটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বিভাগ। সূত্র : রয়টার্স

মন্তব্য ( ০)





  • company_logo