• খেলাধুলা

তামিম-সৌম্যর নির্ভরতায় ছুটছে বাংলাদেশ

  • খেলাধুলা
  • ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৮:৩৪

সৌম্য আর তামিমের নির্ভরতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুরুতেই লিটনকে হারানোর ধাক্কা সামলে দুর্দান্ত এগিয়ে যাচ্ছে টাইগাররা। সৌম্যর শুরুটা হয়েছে দুর্দান্ত। মুহূর্তের জন্য অবশ্য শঙ্কায় পড়েছিলেন সৌম্য। মারলন স্যামুয়েলসের শর্ট বলে পুল করেছিলেন। মিড উইকেটে বদলি ফিল্ডার কার্লোস ব্র্যাথওয়েট ছিলেন ক্যাচের আশায়। তবে লাফিয়েও বল হাতে জমাতে পারেননি দীর্ঘদেহী ব্র্যাথওয়েট। বল তার হাত ছুঁয়ে হয় ছক্কা। এদিকে শুরুটা দারুণ করেও লিটন দাস আরও একবার ফিরলেন প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে। আউট হলেন ৩৩ বলে ২৩ করে। ৫টি চার মেরেছেন ইনিংসে, সবকটিই ছিল দৃষ্টিনন্দন। খেলছিলেন কোনো অস্বস্তি ছাড়াই। কিন্তু কিমো পলের অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। সহজ ক্যাচ দিলেন মিড অনে। ২৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১১৬। তামিম খেলছেন ৬৫ বলে ৫১ রানে। আর সৌম্য ৪৭ বলে ৪০ রান। এর আগে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। শুক্রবার দুপুর ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ওয়েস্ট উইন্ডিজ সংগ্রহ করে ৫০ ওভারে ১৯৮।

মন্তব্য ( ০)





  • company_logo