• জাতীয়

চলতি বছর নারায়ণগঞ্জে খুন হয়েছেন দেড় শতাধিক মানুষ

  • জাতীয়
  • ১৭ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৭:৩৩

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ হলেও, নারায়ণগঞ্জের পরিচিতি আছে আতঙ্কের নগরী হিসেবেও। চলতি বছর এ জেলায় খুন হয়েছেন দেড় শতাধিক মানুষ। ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৭২ জন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ প্রবণতা যাতে না বাড়ে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, অপরাধীরা অনেক সময় নারায়ণগঞ্জকে মরদেহ ডাম্পিং করার ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। নানা কারণেই সংবাদ শিরোনাম হয় রাজধানী সংলগ্ন জেলা নারায়ণগঞ্জ। কিন্তু ঐতিহ্যের নগরী ছাপিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে নারায়ণগঞ্জের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে খুন, গুম ও আতঙ্কের শহরে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বছর শেষের হিসাব বলছে, খুনের ঘটনা আছে ১৬৫টি। হত্যা মামলা হয়েছে ১২২ টি। বাংলাদেশ মহিলা পরিষদের হিসাব বলছে, এক বছরে নারায়ণগঞ্জে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৭২ জন নারী ও শিশু। স্থানীয়রা বলছেন, অনেক ঘটনার বিচার না হওয়া এবং অপরাধীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এ জাতীয় ঘটনা বাড়ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, মানুষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সেই সাথে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আইনশৃঙ্খলা বাহিনীও বলছে, অপরাধীরা অনেক সময় খুনের পরে নারায়ণগঞ্জকে মরদেহ ডাম্পিং করার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। পুলিশ বলছে, নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ রাখা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা।

মন্তব্য ( ০)





  • company_logo