• খেলাধুলা

পার্থ টেস্টে ভারতের লজ্জার হার

  • খেলাধুলা
  • ১৮ ডিসেম্বর, ২০১৮ ১২:১০:২৬

শেষ রক্ষা হল না কোহলির টিম ইন্ডিয়ার। দ্বিতীয় টেস্টে তাদের ১৪৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া৷ পার্থ টেস্টের শেষ দিনে মিচেল স্টার্কের গতিতে বেসামাল ভারতীয় লোয়ার অর্ডার ব্যাটিং। সঙ্গে দোসর নাথান লিঁও আর প্যাট কামিন্স। ফলে ভারতকে ১৪৬ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭৫ রান আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫টি উইকেট। ক্রিজে ২৪ রানে ব্যাটিং করছিলেন হনুমা বিহারি। আর ৯ রানে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ। পঞ্চম দিনে সকালে ভারতকে প্রথম ধাক্কাটা দিলেন মিচেল স্টার্ক। ২৮ রানে সাজঘরে ফিরলেন হনুমা বিহারি। আর ঋষভ পন্থকে ৩০ রানে ফেরালেন নাথান লিঁও। স্টার্কের শিকার উমেশ যাদব(২)। ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহকে শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স। ১৪০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। মঙ্গলবার ভারতের শেষ পাঁচ উইকেট ফেলতে মাত্র ১৫ ওভার নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে স্টার্ক ও লিঁও নিলেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট নিলেন কামি ন্স ও হ্যাজেলউড। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যান ওফ দ্য ম্যাচ হন নাথান লিঁও৷

মন্তব্য ( ০)





  • company_logo