• বিনোদন

চীনে মিস ওয়ার্ল্ডের গ্রুমিংয়ে বাংলাদেশের ঐশী

  • বিনোদন
  • ১২ নভেম্বর, ২০১৮ ১৭:৪৩:৫৯

চীনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সদ্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় অংশ নিতে রোববার চীনে পৌঁছেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মিস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী। চীনের সানাইয়া শহরে পৌঁছানোর পর মিস ওয়ার্ল্ডের অন্য প্রতিনিধিরা ঐশীকে সেখানে স্বাগত জানান। ঐশী এখন সেখানেই শহরে রয়েছেন এবং গ্রুমিংয়ে অংশ নিচ্ছেন বলে জানান স্বপন চৌধুরী। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসর বসবে। এর আগে থাকবে বিভিন্ন পর্ব। সব কিছুতে টিকে গেলে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে দেখা যাবে ঐশীকে। পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন স্থায়ীয় মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। ঢাকায় এসেছিলেন উচ্চশিক্ষা নিতে। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং শুরু করেন তিনি। পরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়ে যান বিজয়ী।

মন্তব্য ( ০)





  • company_logo