• বিনোদন

প্রথমবার মম-পূজা

  • বিনোদন
  • ১৩ নভেম্বর, ২০১৮ ১০:৩৮:১৯

কথা ছিল রায়হান রাফি পরিচালিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমাটি মুক্তি পাবে ১৬ই নভেম্বর। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে তা চূড়ান্ত করা হয়েছে আগামী ৩০শে নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। ‘দহন’র গল্পের মূল ভাবনা তারই। লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এরই মধ্যে ‘দহন’ টিম সিনেমাটির প্রচারণাতেও ব্যস্ত হয়ে উঠেছে। এই সিনেমায় আবারো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। তবে এই সিনেমাতেই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও পূজা চেরী। সিনেমার পর্দায় এর আগে দু’জনকে দর্শক আলাদাভাবে বিভিন্ন সিনেমায় দেখেছেন। তবে এবারই প্রথম দু’জনকে একসঙ্গে একই সিনেমায় দেখবেন। মমর সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত পূজা চেরী। অন্যদিকে জাকিয়া বারী মমও সহশিল্পী হিসেবে পূজা চেরীকে পেয়ে আনন্দিত ছিলেন। উল্লেখ্য, ‘দহন’-এ আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, রিপা প্রমুখ। এদিকে মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’। আর মুক্তির অপেক্ষায় আছে তানিম রহমানের ‘স্বপ্নের ঘর’। এই সিনেমায় তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। অন্যদিকে পূজা চেরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রায়হান  রাফির পরিচালনায় ‘পোড়ামন টু’।

মন্তব্য ( ০)





  • company_logo