• আন্তর্জাতিক

ফ্লোরিডার ভোট পুনর্গণনা বন্ধ করতে বললেন ট্রাম্প

  • আন্তর্জাতিক
  • ১৩ নভেম্বর, ২০১৮ ১২:৪১:০৯

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ভোট পুনর্গণনা বন্ধ করে রিপাবলিকান প্রার্থীকে জয়ী ঘোষণা করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প ফ্লোরিডার নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সাথে জালিয়াতির অভিযোগ করেছিলেন। গত শনিবার এই প্রদেশের প্রায় ৮০ লাখ ভোট আগামী বৃহস্পতিবারের মধ্যে পুনর্গণনা শেষ করার নির্দেশ দেয়া হয়েছিল। অ্যারিজোনায় সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী রিপাবলিকান প্রার্থীর ওপর সামান্য ব্যবধানে জয় পায়। প্রাদেশিক গভর্নর নির্বাচনেও সামান্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় এমন জটিলতা তৈরি হয়েছিল। যদিও সিনেটে রিপাবলিকানরা ইতোমধ্যেই সংখ্যাগরিষ্টতা নিশ্চিত করেছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্গণনা শেষ করা সম্ভব নয় বলে জানান ফ্লোরিডা স্টেট ডিপার্টমেন্টের পরিচালক সারাহ রেভেল। উল্লেখ্য, প্রাদেশিক নিয়মানুযায়ী দেশের বাইরে অবস্থানরত নাগরিক ও সেনাবাহিনীতে দায়িত্বরত সদস্যদের ভোট সংগ্রহে নির্বাচনের তারিখ থেকে অন্তত ১০ দিন অপেক্ষা করার বিধান রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo