• খেলাধুলা

ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে বাংলাদেশ

  • খেলাধুলা
  • ১৪ নভেম্বর, ২০১৮ ১০:২৩:৫৪

বড় লিড নিয়ে ঝুঁকিমুক্ত হতে চায় বাংলাদেশ। তাই জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১ রানে ৩ উইকেট। সাজঘরে ফিরে গেছেন ওপেনার ইমরুল কায়েস, লিটন দাস ও আগের ইনিংসে ১৬১ করা মুমিনুল হক। জিম্বাবুয়ের হয়ে কাইল জার্ভিস ২টি ও ডোনাল্ড টিরিপানো ১টি উইকেট নেন। আগের দিন অর্থাৎ তৃতীয় দিনে ৯ উইকেট ৩০৪ রান সংগ্রহ করে সফরকারীরা। হাতে ছিল টেন্ডাই চাতারার উইকেট। কিন্তু দ্বিতীয় দিন সকালে বোলিং করতে গিয়ে পেশিতে টান পড়ায় আর মাঠে নামতে পারেনি এই পেসার। ধারণা ছিল আজ সকালে অপরাজিত ব্যাটসম্যান কাইল জার্বিসের সঙ্গে ব্যাট করতে আসবে চাতারা। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তাই সিদ্ধান্তটা বাংলাদেশের কাছেই চলে আসে। আজ চতুর্থ দিন সকালে বাংলাদেশ ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারীদের সামনে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাইজুল নেন সর্বোচ্চ পাঁচ উইকেট। সিলেট টেস্টেও দুই ইনিংসে ৬ আর ৫ টি করে উইকেট নেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo