• জাতীয়

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ উঠলে কোনো ছাড় নয়: শাহাদাত হোসেন

  • জাতীয়
  • ১৭ নভেম্বর, ২০১৮ ১৩:১৩:৩৯

জাতির প্রত্যাশা পূরণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আমরা জাতির সে প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, যার যার অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমরা চাই আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের আইনের আশ্রয় নিতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo