• উদ্যোক্তা খবর

অনলাইন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ই-লোন মেলা

  • উদ্যোক্তা খবর
  • ১৭ নভেম্বর, ২০১৮ ১৭:১৪:১০

অনলাইন ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে রাজধানীর মাইডাস সেন্টারে ই-লোন মেলার আয়োজন করেছে শপআপ ও ইক্যাব। শুক্রবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপী ই-লোন মেলা চলবে অাজ (১৭ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত। গতকাল (১৬ নভেম্বর) ই-কমার্স এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট রাজীব আহমেদ e-Loan App এর মাধ্যমে ৫০,০০০ টাকা ই-লোন নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ই-লোন মেলার মূল উদ্দেশ্য অনলাইন ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক  স্বাবলম্বীতাতে সহায়তা করা, লোন পাওয়ার জন্য দরকারি তথ্যাদি ও ডকুমেন্ট সম্পর্কে সচেতন করা, এবং তাদের ব্যবসা বৃদ্ধির জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীতা বোঝানো।

মন্তব্য ( ০)





  • company_logo