• রাজনীতি

শিগগিরই মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে: ওবায়দুল কাদের

  • রাজনীতি
  • ১৮ নভেম্বর, ২০১৮ ১৫:৫৯:৫১

নির্বাচনী প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামির অংশগ্রহণ খতিয়ে দেখতে ইসিকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। রোববার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে নির্বাচনী প্রক্রিয়ায় তারেক রহমানের অংশ নেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। চার-পাঁচদিনের মধ্যে আওয়ামী লীগসহ জোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে, ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, হাসিনা: এ ডটার’স টেলের প্রদর্শনী নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্তকরণ, নির্বাচনী জোটে শরিক দলগুলোর আসন বণ্টনসহ সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যু নিয়ে রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, আদালত কর্তৃক দণ্ডিত, বিদেশে পলাতক তারেক রহমান কী করে বিএনপির প্রার্থীদের মনোনয়ন চূড়ান্তকরণে অংশ নিচ্ছেন, তা খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে। ওবায়দুল কাদের বলেন, দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কিনা সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত ও জোটের শরিকদের আসনের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মনোনয়ন প্রক্রিয়া আমরা প্রায় শেষ করে ফেলেছি। চার-পাঁচ দিনের মধ্যেই আমরা জোটের সদস্যসহ মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকাটি দিয়ে দেব। এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় প্রধান শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র হাসিনা: এ ডটার’স টেল নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের যে দাবি করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ। রোববার বেলা ১২টায় ধানমণ্ডিতে প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান- এর সাথে রাজনীতি ও নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাছান মাহমুদ বলেন, এই ছবি নিয়ে রিজভী আহমেদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোথায় কী খুঁজে পেলেন তা আমার বোধগম্য নয়। নিছক এক শিল্পকর্ম নিয়ে তার যে বক্তব্য তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। হিংসা ও বিদ্বেষ ভুলে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

মন্তব্য ( ০)





  • company_logo