• বিনোদন

দেবীর মুখোমুখি নায়ক

  • বিনোদন
  • ১৮ অক্টোবর, ২০১৮ ১৮:৪৫:৩২

নানা নাটকীয়তা ও জটিলতার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’। শুক্রবার দেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। একই দিনে মুক্তি পাবে অনম বিশ্বাস পরিচালিত আলোচিত ছবি ‘দেবী’। এর সার্বিক সহযোগিতায় আছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ‘রিভাইভ’। মুক্তি উপলক্ষে রিভাইভের ফেইসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি নিয়ে প্রচারণা চালাবে ব্র্যান্ডটি। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মিত হয়েছে। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া। নীলু চরিত্রে অভিনয় করা শবনম ফারিয়া বলেন, ‘বাংলা চলচ্চিত্রকে আমাদেরই এগিয়ে নিতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক এখন অনেক বড় মাধ্যম। এখানে দুই-চার লাইন লিখলে আরও মানুষ জানবে, তারাও আগ্রহী হবে। এভাবে এগিয়ে যেতে পারে একটি ভালো সিনেমা।’ দেশে মুক্তির পর দেশের বাইরের দর্শক ‘দেবী’ প্রথম দেখতে পাবেন অস্ট্রেলিয়ায়। জানা গেছে, ১০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের সিনেমা হলে ছবিটির প্রদর্শনী হবে। শুরুতেই দেখা যাবে সিডনিতে। সিডনির অবার্নের রিডিং সিনেমায় ১০ নভেম্বর বিকাল ৩টায় এবং ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দেবী’। এর পর ১৭ নভেম্বর সিডনির ইস্ট গার্ডেনে সন্ধ্যা ৬টায় এবং পার্থের ক্যারোসেলের হোয়াটস সিনেমা হলে বিকাল ৩টায়, ১৮ নভেম্বর অ্যাডিলেডের ওয়ালিস সিনেমায় সন্ধ্যা ৬টায় দেখা যাবে ছবিটি। একই দিনে ‘দেবী’ মুক্তি পাওয়ার বিষয়টিতে মোটেও চিন্তিত নন ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। তিনি বলেন, ‘আমাদের ছবির ঘরানা এক রকম, আর দেবীর অন্যরকম। দুটি ছবির অভিনয় শিল্পীর দর্শক গ্রহণযোগ্যতাও দুই ধরনের। তাই এসব বিষয় নিয়ে চিন্তার কিছু দেখছি না। প্রযোজক ও অভিনয়শিল্পী জয়া আহসানের দেবীর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।’ এর আগে ২৮ সেপ্টেম্বর মাত্র একটি সিনেমা হলে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি। এর ঠিক দুই সপ্তাহ পর ১২ অক্টোবর প্রযোজকের পক্ষ থেকে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের করা মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সম্ভব হয়নি। সব ধরনের জটিলতা শেষে অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির দ্বিতীয় দফা মুক্তির আগে মঙ্গরবার  সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী বাপ্পী চৌধুরী, অধরা খানসহ অনেকে। ‘নায়ক’ ছবির গল্প প্রসঙ্গে ইস্পাহানী বলেন, ‘এ ছবিতে একটি সুন্দর গল্প আছে। গল্পটা আমাদের চারপাশ থেকে নেওয়া, দর্শক যে ধরনের গল্প দেখতে চান। বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। দর্শকের কাছে নায়ক বাপ্পীর আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে।’ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে। ছবিটি নিয়ে নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘আমার চরিত্রের নাম অভি। ছোটবেলা থেকে কড়া শাসনের মধ্যে অভি বেড়ে ওঠে। একটা সময় সে একরোখা হয়ে যায়। যা খুশি তা-ই করতে চায়। ছবিতে সহশিল্পী অধরা। সে আমার বন্ধুর মতো। নতুন হিসেবে ভালো কাজ করেছে। ছবির গানগুলো সুন্দর।’

মন্তব্য ( ০)





  • company_logo