• স্বাস্থ্য

বিশ্ব হেমোফিলিয়া দিবস আজ

  • স্বাস্থ্য
  • ২০ এপ্রিল, ২০১৮ ১৫:০৮:৫০

আজ ২৮তম বিশ্ব হেমোফিলিয়া দিবস। প্রতিবারের মতো এবারও সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের স্লোগান হচ্ছে- ‘শেয়ারিং নলেজ’ অর্থাৎ অংশীদারি জ্ঞানের মাধ্যমে নিজেদের শক্তিশালী করে তোলা। হেমোফিলিয়ার মতো একটি রোগ সম্পর্কে নিজে জানা এবং অন্যকে জানিয়ে এই বিষয়ে সম্যক সচেতনতা অবলম্বন করাই এই দিবস পালনের মূল প্রতিপাদ্য। হিমোফিলিয়া সম্পর্কে সারা বিশ্ব জুড়ে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১৭ এপ্রিল দিবসটি পালন করা হয়। হিমোফিলিয়া সম্পর্কে সচেতনতা ও হিমোফিলিয়া সম্পর্কিত জ্ঞানের বিতরণ বিষয়টিকে তুলে ধরা এবারের হিমোফিলিয়া দিবসের উদ্দেশ্য। হিমোফিলিয়া হলো উত্তরাধিকারসূত্রে পাওয়া (পিতা-মাতার থেকে তাদের জিনের মাধ্যমে শিশুর মধ্যে বাহিত হওয়া) একটি বংশগত রোগ যার ফলে আঘাত বা সার্জারি এবং গাঁটের যন্ত্রনাদায়ক ফোলার দীর্ঘ সময় রক্তপাত হতে থাকে। আঘাত ছাড়াও রক্তপাত হতে পারে। হিমোফিলিয়া প্রতি ১০,০০০ পুরুষ সন্তানের মধ্যে ১ জনের ক্ষেত্রে বংশগত সূত্রে পাওয়া একটি রোগ, যেখানে কন্যা সন্তানরা হিমোফিলিয়ার বাহক হিসেবে কাজ করে।

মন্তব্য ( ০)





  • company_logo