• সমগ্র বাংলা

মাগুরায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • সমগ্র বাংলা
  • ১৮ এপ্রিল, ২০২৪ ২১:৩১:১৭

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় উফশী রোপা আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা চত্বরে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ‌ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ ইয়াসিন আলী ।

এ সময় সদর উপজেলায় চলতি অর্থবছরে ১৯০০ কৃষকের মাঝে উফশী আউশ ধানের পাঁচ কেজি  বীজ, দশ কেজি করে ডিএপি ও এম ওপি সার বিতরণ করা হয়। জেলা প্রশাসক আবু নাসের বেগ জানান, এ জেলায় সর্বমোট ৬০০০ প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo