• সমগ্র বাংলা

নড়াইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাউল ও সেলাই মেশিন  বিতরণ

  • সমগ্র বাংলা
  • ০৭ এপ্রিল, ২০২৪ ১৭:১১:৩৯

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৯ হাজার ৩২৮ জন কার্ড ধারী দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।রোববার (৭ এপ্রিল) নড়াইল পৌরসভা চত্ত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভায় ৪৬২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেয়া হবে। এছাড়াও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা পৌরসভার মাছিমদিয়া গ্রামের সমীর কুমার নন্দীর মেয়ে  মলি রানী নন্দীকে সেলাই মেশিন বিতরণ করেন। 

জেলায় ২৯ হাজার ৩২৮ জন কার্ড ধারী দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণের জন্য ২৯৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জেলার তিনটি উপজেলায় ২০ হাজার ৮৬ জন কার্ড ধারীর জন্য ২৮৬ মেট্রিক টন ও তিনটি পৌরসভায় ৯ হাজার ২৪২ জন কার্ড ধারীর জন্য ৯২.৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারীকে বিনামুল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo