• সমগ্র বাংলা

উলিপুরে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

  • সমগ্র বাংলা
  • ২৪ মার্চ, ২০২৪ ১৬:৫১:৪৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলো" কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ করা হয়েছে। রোববার(২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অডিটরিয়াম হলরুমে ১৮ জন অসুস্থ্য রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতিজনকে ৫০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতিজনকে ৫০ পঞ্চাশ হাজার টাকার এককালীন অনুদানের চেক প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo