• সমগ্র বাংলা

আশুগঞ্জে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২৪ মার্চ, ২০২৪ ১৪:৪১:০১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান। 

উল্লেখ্য যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ স্লোগানে গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যেই শীতকালীন এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। তবে বিদ্যমান নানা পরিস্থিতির কারণে যথাসময়ে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান জানান, প্রতিযোগিতায় ১৬টি দলীয় ও ৫১টি একক ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।

মন্তব্য ( ০)





  • company_logo