• সমগ্র বাংলা

অবরুদ্ধ রাস্তা উন্মুক্ত করলেন বারইয়ারহাটের মেয়র খোকন

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৪ ১৯:৩২:৩৯

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ ৬ পরিবারের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। বুধবার (২০ মার্চ) দুপুর দেড়টার সময় মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার আব্দুল মজিদ মাঝি বাড়ির গিয়ে সিমেন্টর পিলার এবং তারকাটা খুলে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। 

উল্ল্যেখ যে, মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার কিছুদিন যাবৎ জনসাধারণের একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এতে এলাকার ৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন সামসুল হক নামে এক ভুক্তভোগী।

মন্তব্য ( ০)





  • company_logo