• সমগ্র বাংলা

শ্রীকৃষ্ণদেবের ১৮৯ জন্মতিথি উপলক্ষে দিনাজপুরে ৪ দিন ব্যাপি কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা
  • ১৫ মার্চ, ২০২৪ ২০:০৬:১৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি উপলক্ষে দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশনের আয়োজনে ৪ দিন ব্যাপি অনুষ্ঠানের আজ সমাপ্তি টানা হয়েছে। জন্মতিথি উপলক্ষে ১২ মার্চ ১৪ মার্চ পর্যন্ত ৩ দিন ব্যাপি আয়োজনে ভোগ, আরতি, জপ, ধ্যান ভজন কীর্তন  কবিগান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছেন আয়োজকরা।

এছাড়াও রামকৃষ্ণ আশ্রমের শতবর্ষ উপলক্ষে আজ শুক্রবার শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে যুব সম্মেলন। প্রধান অতিথি ছিলেন রাজশাহীতে সহকারি ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, রামকৃষ্ণ মিশন শুধু দুই দেশসহ বিশ্বের সাথে বন্ধুত্বের সম্পর্কই রক্ষা করেননা, সাধারন মানুষের মধ্যে সংযোগ তৈরির ক্ষেত্রে অবদান রাখছে।

বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী কল্যানদানন্দজী এছাড়াও প্রধান আলোচক হিসেবে ভারতের কালিকট রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ অধ্যক্ষ, শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজী, বিশিষ্ট বিশিষ্ট আলোচক ছিলেন কাস্টমসের উপকমিশনার সুশান্ত পাল।

সম্মেলনে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মহারাজ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী। ধন্যবাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ মিশনের ম্যানেজিং কমিটির সদস্য  ডা. শুভেন্দু কুমার দেবনাথ। অনুষ্ঠানের শেষে ১শত জন শিক্ষার্থীকে 'সবিতা শিক্ষাবৃত্তি'র প্রথম কিস্তির অর্থ তুলে দেন অতিথিরা।

মন্তব্য ( ০)





  • company_logo