• সমগ্র বাংলা

উলিপুরে প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ১৪ মার্চ, ২০২৪ ১৬:২৭:৫৩

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুশীলন প্রজেক্ট ম্যানেজার আবু হাসানের সঞ্চালচনায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, আরডিআরএস'র জেলা সমন্বয়কারী জুলফিকার আলী হানিফ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায়, সুশীলন ও আরডিআরএস'র বাস্তবায়নে বন্যার আগাম ৬ হাজার ৫'শ জন সুবিধাভোগীকে আর্থিক সুবিধা দেওয়া হবে। সুশীলন প্রজেক্টে উলিপুরের ৪টি ইউনিয়ন ও আরডিআরএস'র আওতায় ৯টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo