• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ১ বছরে ৩২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১১ মার্চ, ২০২৪ ১৭:১৪:৫২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত এক বছরে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, গত এক বছরে বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৪ হাজার ৫১৬ বোতল ফেন্সিডিল, ১ হাজার ১১৪ বোতল বিদেশি মদ, ২২৮ গ্রাম হেরোইন, ১৫০ লিটার দেশী মদ, ১ হাজার  ৪১৪ বোতল ইস্কাফ, ৬০ হাজার ১৪১ পিস ইয়াবা ও ১ হাজার ৬২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

পুলিশ আরো জানায়, কুড়িগ্রামের সকল থানায় গত এক বছরে ৬৭৮টি মাদক মামলায় ৮৫০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার(১০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম জানান, যারা মাদকের সাথে জড়িত, তাদেরকেই আমরা আইনের আওতায় এনেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। মাদক ব্যবসায়ীরা যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। যেকোন অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে জেলা পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo