• সমগ্র বাংলা

টঙ্গীতে বহুতল ভবনে লাগা আগুনে দগ্ধ ৬

  • সমগ্র বাংলা
  • ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৪:৪২

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরে টঙ্গীতে মরিয়ম ম্যানশন নামের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে, আগুন নেভাতে গিয়ে লিখন (২৫), রুমন (২৮), সাগর (৩২), রাকিব (২৮), মনিরুল (২৫) ও আব্দুর রাজ্জাক (৩২) নামের ছয় ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর মধ্যে, আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ ছয়জন ওই ভবনের চতুর্থ তলার একাংশে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানান, টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশন নামের ওই ৭তলা ভবনের দ্বিতীয় তলায় একটি প্রাইভেট ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে। বাকি অংশ স্থানীয় ব্যবসায়ীরা গুদাম হিসেবে মালামাল মজুদ করতেন।

বুধবার ভোরে ভবনের চার তলায় আগুন লাগে। দ্রুত আগুন পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার ভোরে একটি মার্কেটে আগুন লাগার খবর পাই। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভোরে সাড়ে পাঁচটার দিকে ভবনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo