• সমগ্র বাংলা

কালীগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন 

  • সমগ্র বাংলা
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৫৪:১২

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: স্মার্ট হবে স্খানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার`` প্রতিপাদ্যে সারাদেশের সাথে দ্বিতীয়বারের মত গাজীপুরের কালীগঞ্জেও নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার দিবস উপলক্ষে পৃথকভাবে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, তুমলিয়া ইউপি সচিব ফরহাদ হোসেন ও শিক্ষার্থী নাসরিন ইসলাম। অন্যদিকে, দুপুরে কালীগঞ্জ পৌর সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় কালীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিয়া, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার পৃথক দুটি বর্ণাঢ্য  র‌্যালী  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মন্তব্য ( ০)





  • company_logo