• সমগ্র বাংলা

উলিপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

  • সমগ্র বাংলা
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৫০:৪২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর থানার এসআই আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেশকাতুল আবেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা, জুনিয়র পরিসংখ্যান সহকারী ইমরুল হাসান, শারমিন জাহান, হিসাবরক্ষক সামছুল ইসলাম, চেইনম্যান ইয়াসমিন বেগম প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo