• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আবারো রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩০:৫৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ৩দিন পর আবারও ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক রোহিঙ্গা মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনে সামনে উল্লেখিত যাত্রীবাহী এনা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৫০০ পিছ ইয়াবাসহ রাসেল (২০) নামে এক রোহিঙ্গা শরণার্থী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল।

এর ৩দিন আগে গত ১৯ ফেব্রুয়ারী বন্দরের মদনপুর থেকেই ৪০০০ পিস ইয়াবা সহ মোঃ হোসাইন নামের আরেক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাসেল কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা এলএমএক্স, ব্লকনং-ই রুম নং- ৫৩ এর শরণার্থী ও নূর আলম মিয়ার ছেলে।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল এর পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান,ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে তাকে আমাদের থানায় সোপর্দ করলে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছি।

মন্তব্য ( ০)





  • company_logo