• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা
  • ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:২০:৩৭

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুইয়া সুমন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, রেজাউল করিম, সাজ্জাদ হোসেন তালুকদার, শিরিন সুলতানা, রেনেন্থেরা সুলতানা। শিক্ষক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হজরত আলী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দেক মিন্টু, যুগ্ম সম্পাদক কাজী আলমগীর আল আজাদ, কামরুল হাসান শামীম, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জাটিয়া ইউনিয়ন কমিটির সভাপতি বন্ধনা রাণী পাল, উপদেষ্টা ফেরদোসী বেগম, আব্দুর রহিম, অনিমা দেবী প্রমুখ। 

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ ও শিক্ষক নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

মন্তব্য ( ০)





  • company_logo