• উদ্যোক্তা খবর

ফরিদপুরের চরাঞ্চলের অনাবাদি জমি চাষের আওতায় আনার উদ্যোগ 

  • উদ্যোক্তা খবর
  • ০৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:০১:৪৩

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার একর জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে দেশের মডেল পেঁয়াজ দানা চাষী শাহিদা বেগমের ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুরের মাঠে আসেন চরভদ্রাসন উপজেলার কৃষকরা।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসনের আয়োজনের চরের চাষীদের উদ্বুদ্ধকরনে পেঁয়াজ দানার আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত ও মাঠ পর্যায়ে পরিদর্শনে আনা হয়।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোরশেদ উপস্থিত ছিলেন।পরে তাদের চরের মাটিতে উৎপাদনযোগ্য আরো কয়েকটি ফসলের উৎপাদনের উপর বাস্তব সম্মত ধারণা দিতে কয়েকটি স্থান ভ্রমন করানো হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo