• স্বাস্থ্য

দিনাজপুরে নিপা ভাইরাসে আক্রান্ত সনাক্ত

  • স্বাস্থ্য
  • ৩১ জানুয়ারী, ২০২৪ ২০:২২:১৩

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে একজন স্কুল ছাত্রী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসরা। আশংকাজনক অবস্হায় আজ বুধবার বিকালে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার মহাখালি হাসপাতালে তাকে স্হানান্তর করা হয়েছে। আক্রান্ত ছাত্রী ফারাবী ফেরদৌস শ্রেয়সী, দিনাজপুরের সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে শহরের কালিতলার ফেরদৌসের মেয়ে।

পারিবারিক সূত্র জানা গেছে, নিপা ভাইরাসের বাহক বাদুড়ের এটোযুক্ত খেজুরের রস জাতীয় কিছু খায়নি শ্রেয়সী। তবে গেল বৃহস্পতিবার বিকালে গোর এ শহীদ বড় ময়দানে ফুটপাতের খোলামেলা পরিবেশের দোকানে মুখ রোচক খাবার খেয়েছিল শ্রেয়সি।  পরবর্তীতে তার মধ্যে বিভিন্ন উপসর্গ জনিত জটিলতা দেখা দেয়। ঘোন ঘোন বমির করনে গত সোমবার দুপুরে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্হার অবনতি ঘটায় গতকাল মঙ্গলবার আইসিইউকে নেওয়া হয়। অবস্হা আশংকাজনক হলে আজ বুধবার বিকালে তাকে এয়ার এ্যাম্বুলেন্সের হলিকপ্টারের ঢাকা৷ মহাখালি সংক্রমক ব্যাধি হাসপাতালে স্হানান্তর করা হয়েছে। 

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক নুরুজ্জামান জানান, অচেতন হয়ে পড়াসহ বিভিন্ন উপসর্গের পাশাপাশি এমআরআই পরীক্ষায় নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছেন তারা। নমূনা ঢাকার পরীক্ষাগারে প্রেরন করেছেন তারা। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত নন তারা।

 

মন্তব্য ( ০)





  • company_logo