• জাতীয়
  • লিড নিউজ

রাজশাহী অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্র ৯.৭

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১৪ জানুয়ারী, ২০২৪ ১১:৩৫:০১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা থাকছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রায় দিনভর ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে পুরো অঞ্চল। এর সঙ্গে উত্তরের হিমেল হাওয়া রীতিমতো হাড়ে কাঁপুনি ধরাচ্ছে।রোববার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

এর আগের দিন শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, তাপমাত্রা সামনে আরো কমতে পারে। আকাশে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের দেখা কম পাওয়া যাচ্ছে।তিনি আরও জানান, ঘণ্টায় ৩ নটিক্যাল মাইল বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। বাতাসে আর্দ্রতা রয়েছে ৯৬ শতাংশ।

মন্তব্য ( ০)





  • company_logo