• স্বাস্থ্য

কুড়িগ্রামে ঠাণ্ডার দাপট, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা 

  • স্বাস্থ্য
  • ১০ জানুয়ারী, ২০২৪ ১৭:৩৯:১৬

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তীব্র শীত আর ঠাণ্ডার দাপটে কাহিল অবস্থা কুড়িগ্রামে। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন হতদরিদ্র মানুষজন। মঙ্গলবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ২০ জনের অধিক শিশু। সেখানে এ পর্যন্ত সর্বমোট ভর্তি রয়েছে ৪৩ শিশু।

রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকবে। তবে এ মাসে আরও একটি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।

মন্তব্য ( ০)





  • company_logo