• সমগ্র বাংলা

কুড়িগ্রামের রাজিবপুর-রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময়

  • সমগ্র বাংলা
  • ২১ ডিসেম্বর, ২০২৩ ২১:৫২:২৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোট কেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের  প্রশিক্ষণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) রৌমারীতে সকাল ১০টায় নুরুল ইসলাম পাপ্পুলিয়া মিলনায়তনে এবং রাজিবপুরে দুপুর ১২টায় রাজিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ মিনহাজ উদ্দিন, রৌমারীর ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাহিদ হাসান খান, রাজিবপুরের ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার মোঃ তানভীর আহমেদ, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহিল জামান।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল ইসলামসহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসারগণ।প্রশিক্ষণ ও  মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo