• স্বাস্থ্য

কুড়িগ্রামে জিআইএস ভিত্তিক ম্যাপিং ও মাইক্রোপ্ল্যানিং-এর ভেলিডেশন ওয়ার্কশপ

  • স্বাস্থ্য
  • ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৯:৫৫:২৮

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জিআইএস ভিত্তিক ম্যাপিং ও মাইক্রোপ্ল্যানিং-এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন হলরুমে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা মো. মনজুর এ মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এ বি এম আবু হানিফ। অনুষ্ঠানে ডা. আফিয়া জাহান রশনীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপপরিচালক ডা মো জাহাঙ্গীর কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা শহীদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই’র সহকারী পরিচালক ডা মো তোফাজ্জল হোসেন।

রংপুর বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. কানিজ সাবিহা, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো কাজীউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তর এম আই এস’র মেডিকেল অফিসার ডা তাজরিন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক, ডা জোবায়ের আল মামুনসহ সকল উপজেলার ইউএইচএফপিওগণ, মেডিকেল অফিসার বৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ, এমটি ইপিআই, স্বাস্থ্য পরিদর্শকগণ।

মন্তব্য ( ০)





  • company_logo