• জাতীয়

শীতে কাপছে উত্তরাঞ্চল

  • জাতীয়
  • ১৪ ডিসেম্বর, ২০২৩ ১১:০৭:৪৫

ছবিঃ সংগৃহীত

রংপুর অফিস: শীতে কাপছে উত্তরাঞ্চল।উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায়-১০দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এর ফলে মৃদু শৈত প্রবাহ বইছে শুরু করছে।কুয়াশা ও বাতাস আর শীতের তীব্রতা বেড়েই চলছে  রংপুরশহ উত্তরাঞ্চলে।অতিরিক্ত ঠান্ডার ফলে বিপাকে পড়ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবাহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় রংপুরে তাপমাত্রা রের্কড করা হয়েছে-১২দশমিক ৩ডিগ্রী সেলসিয়াস, তাপমাত্রা রের্কড।কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ০ডিগ্রী,দিনাজপুরে ১০ দশমিক ৮ ডিগ্রী,নীলফামারীর সৈয়দপুরে ১১দশমিক ৪ ডিগ্রী,ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রী,গাইবান্ধায় ১২দশমিক ৮ডিগ্রী,লালমনিরহাট ১২দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছে।

উত্তরাঞ্চলে কুয়াশা সাথে বইছে বাতাস আর তীব্র ঠান্ডা পড়ছে।শীতে জনজীবন বিপর্যয় হয়ে পড়ছে।ভোগান্তি আর দুর্ভোগে পড়ছে ছিন্নমূল ও নিম্নের আয়ের মানুষ।আবহাওয়া অফিস বলছেন আগামী ৫-৬ দিনের মধ্যে মাঝারি শৈত প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে  এ অঞ্চলে বলে জানান।

মন্তব্য ( ০)





  • company_logo