• জাতীয়
  • লিড নিউজ

আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১০ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৪:৩৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন আজ, রোববার (১০ ডিসেম্বর)। একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনারও ছিলেন সাহাবুদ্দিন।

১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মরহুম শরফুদ্দীন আনসারী এবং মা মোসাম্মৎ খায়রুন্নেছা। 

মো. সাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করেন। ছাত্রাবস্থায় ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলা ছাত্রপরিষদের পাবনা জেলার নেতা হিসেবে পাবনায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারীদের অন্যতম মো. সাহাবুদ্দিন। পাবনা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এরপর ১৯৭১ সালে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন মো. সাহাবুদ্দিন। ১৯৯৫ সালে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। কর্মজীবনে তিনি সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। শহীদ বুলবুল কলেজের অধ্যাপকও ছিলেন তিনি। রাষ্ট্রপতির জন্মদিন ঘিরে পাবনার বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo