• জাতীয়
  • লিড নিউজ

আংশিক মেঘলা আকাশসহ, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪০:১৮

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি আরও জানান, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য ( ০)





  • company_logo