• আন্তর্জাতিক
  • লিড নিউজ

কোন যুদ্ধবিরতি হবে না, এটা যুদ্ধের সময়: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ৩১ অক্টোবর, ২০২৩ ১২:১৫:৫৬

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় যুদ্ধবিরতি হবে না জানিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাইবেল বলে, শান্তির একটি সময় আছে এবং যুদ্ধেরও সময় আছে। এটা যুদ্ধের সময়। 

সোমবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের অঙ্গীকার করেছেন। তাই গাজায় যুদ্ধবিরতি হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন পার্ল হারবার কিংবা ৯/১১ এর সন্ত্রাসী হামলার মতো ঘটনার ক্ষেত্রে যুদ্ধবিরতি করতে রাজি হবে না, ঠিক তেমনই ইসরাইলও ৭ অক্টোবরের হামলার ঘটনার পর হামাসের সঙ্গে শত্রুতা বন্ধ করবে না।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির ডাক দেওয়া মানেই ইসরাইলকে হামাসের কাছে, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার ডাক দেওয়া।

তিনি বলেন, আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ। আজ, আমরা সভ্যতার শক্তি এবং বর্বরতার শক্তির মধ্যে একটি রেখা আঁকছি। বিশ্বেরও এই বর্বরদের বিরুদ্ধে লড়ার ইচ্ছা হতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo