• আন্তর্জাতিক
  • লিড নিউজ

সিরিয়ার সামরিক অবস্থানে ইসরায়েলি বিমান হামলা, ৮ সেনা নিহত

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৫ অক্টোবর, ২০২৩ ১৪:৪২:২৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সামরিক অবস্থানে ইসরায়েলি হামলায় আট সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমে এ হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা (সানা) এ খবর জানিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডেরার কাছে বেশ কয়েকটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলা করেছে ইসরায়েল।

এতে কিছু অবকাঠামোগত ক্ষয়-ক্ষতি হয়েছে।বুধবার স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে বিমান হামলার ঘটনাটি সংঘটিত হয়।ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে বলেছিল যে তাদের যুদ্ধবিমানগুলো বুধবার ভোর রাতে সিরিয়ার সেনাবাহিনীর অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলোতে আক্রমণ করে।

তারা আরও জানিয়েছে, সিরিয়া থেকে ইসরায়েলের দিকে রকেট উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় এ হামলা হয়েছে। অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। তাদের বিবৃতি অনুসারে, গণহত্যার উদ্দেশ্যে চালানো এ ইসরায়েলি আক্রমণে শত শত লোক আহত হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo