• খেলাধুলা

নিউজিল্যান্ড সিরিজে শান্তকে পাওয়া যাচ্ছে না

  • খেলাধুলা
  • ০৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৩:১৬

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চোটে পড়ে পাকিস্তান থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সকালেই মিরপুর শেরেবাংলায় হাজির হন ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। গিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করতে।

হ্যামস্ট্রিং চোটে ভুগছেন শান্ত। সামনে নিউজিল্যান্ড সিরিজ ও পরে বিশ্বকাপ। চোটের গভীরতা কত তা দেখতেই বৃহস্পতিবার দেখা করেছেন চিকিৎসকের সঙ্গে। তবে সুখবর মেলেনি। আপাতত তাকে এক সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে।

পুরোপুরি পুনর্বাসনে থাকার পর তাকে আবার পর্যবেক্ষণ করা হবে। এর পরই মাঠে ফেরার দিনক্ষণ ঠিক করতে পারবেন সংশ্লিষ্টরা।

তবে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না মোটামুটি নিশ্চিত। চোট গুরুতর না হলেও মাঠে ফিরতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আগে তাকে ফিট করে তোলাই আপাতত লক্ষ্য।

তার চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছিলেন, ‘এমআরআই স্ক্যান করে দেখা গেছে, তার মাংসপেশি ছিঁড়ে গেছে। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের প্রস্তুতি নিতে সে দেশে ফিরবে।’

মন্তব্য ( ১)





image
  • company_logo