• স্বাস্থ্য
  • লিড নিউজ

ফরিদপুরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ১২৫ রোগী 

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ০২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৩০:১৩

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১২৫  জন রোগী ভর্তি হয়েছে। 

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যাক্তিরা হলেন জেলার নগরকান্দা উপজেলার জংগুরদিয়া গ্রামের আ: সামাদ শেখের ছেলে ফেরদৌস(৪৫) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সুরাইয়া(২৫)।

শনিবার (২ সেপ্টম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন রোগীই গত ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরের পর ভর্তি হন।  চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে এঘন্টার ব্যবধানে তারা মারা যায়। রোগীরা গুরুত্বর অবস্থায় আসায় বেশি সময় পাওয়া যায়নি, চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালটিতে ৫৯ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালটিতে ১শ ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। 

ফরিদপুরের সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১শ ২৫ জন রোগী ভর্তি হয়েছেন । বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩শ ৯৯ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১শ ৮০ জন।

তিনি আরো জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় অদ্যাবধি ১৪ জন ডেঙ্গু রোগী মারা গেছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪হাজার ৯শ ৭৬ জন। এর মধ্যে ৪হাজার ৫শ ৬৩ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo