• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

পঞ্চগড়ে পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০২ এপ্রিল, ২০২৩ ১৬:০২:৪৩

ছবিঃ সিএনআই

আল মাসুদ,পঞ্চগড়: পঞ্চগড়ে রমজান উপলক্ষে বাজার তদারকি অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ৮০০০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

রবিবার (২ এপ্রিল ) দেবিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাদের এ সব জরিমানা করা হয়।

জানা যায়, ভোক্তার চাহিদা নিশ্চিত করণে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার কালিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় রিজভী ট্রেডার্সকে মেয়াদউত্তীর্ন ওষুধ রাখার দায়ে ১ হাজার,উত্তরা ফার্মেসীকে মেয়াদউত্তীর্ন ওষুধ রাখার দায়ে ২ হাজার,মোতালেব কনফেকশনারিকে দইয়ে লেবেলিং না করায় ১ হাজার এবং রাশেদ বস্ত্রালয়কে কাপর পরিমাপের লাঠি/ গজ লাঠি মাপে কম থাকায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান শেষে জনস্বার্থে উপস্থিত ব্যবসায়ীদের সরকার  কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি সয়াবিন তেল ও পণ্য বিক্রয়,মূল্যতালিকা প্রদর্শন,ক্রয়ভাউচার প্রদর্শন,দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। 

উক্ত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পরেশ চন্দ্র বর্মন বলেন,পবিত্র রমজান উপলক্ষে জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo