• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

বগুড়ায় ১৬ বছর বিচার শেষে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৭ নভেম্বর, ২০২২ ১৯:৫৩:০২

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় অন্যের জমিতে লাউয়ের মাচাঙের খুঁটি বসানো নিয়ে বিরোধের জেরে হত্যার দায়ে আসেদ আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন। দণ্ডিত আসেদ আলী গাবতলীর শিলদহ এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। নিহত নুরুল ইসলাম একই এলাকার বাসিন্দা ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল বারী হলি এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ১০ মার্চের দুপুরে নুরুল ইসলামের জমিতে লাউ গাছের মাচাঙ করা নিয়ে গণ্ডগোল বাঁধে। এ সময় আসামি আসেদ আলী কোদালের পিছনের অংশ দিয়ে নুরুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাদী আসেদ আলীসহ ৪ জনকে আসামি করে গাবতলী থানায় মামলা করেন। আইনজীবী নাছিমুল বারী বলেন, মামলায় দীর্ঘ শুনানি শেষে দোষ প্রমানিত হওয়ায় আসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ ছাড়াও মামলার আরও দুই আসামি ইমু বেগম ও আনোয়ারা বেওয়াকে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক।

মন্তব্য ( ০)





  • company_logo