• গণমাধ্যম

পিআইবি এর উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষন শুরু

  • গণমাধ্যম
  • ১০ আগস্ট, ২০২২ ১৩:৪৭:১০

ছবিঃ সিএনআই

মো: মোজাহেরুল কাদের, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পি আই,বি) উদ্যোগে পটিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় দুই ভ্যানুতে ৩দিন ব্যাপি বুনিয়াদী ও অনুসন্ধানী শীর্ষক পৃথক দুটি সাংবাদিক প্রশিক্ষন আজ ৯ আগষ্ট শুরু হয়েছে।

পটিয়া ব্যানবেইস অফিস ভ্যানুতে সভাপতিত্ব করেন, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, এতে প্রধান অতিতি ছিলেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহের হোসেন, সাংবাদিক আবদুর রজ্জাকের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে উদ্ধোধক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, স্বাগত বক্তব্য রাখেন, পি আই বি,র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদ, বক্তব্য রাখেন, বৈশাখী টেলিভিশনের প্ল্যাানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক, রাজিয়া সুলতানা, অন্যদিকে পি আই বি,র অপর বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালা পটিয়া পৌরসভা অডিটরিয়ামে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন, পৌর মেয়র আইয়ুব বাবুল। সভাপতিত্ব করেন, সমন্বয়ক ও পটিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুল হাকিম রানা, বক্তব্য রাখেন, সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল, সাংবাদিক সুমন শাহ, সাংবাদিক প্রবাস চক্রবর্তী ও নুরুল আলম, প্রশিক্ষন সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন ও শাহ শেখ মজলিশ ফুয়াদ প্রশিক্ষনের দায়িত্ব পালন করছেন। বুনিয়াদী ও অনুসন্ধান মুলক চলমান পৃথক ২টি প্রশিক্ষন কর্মশালায় আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড, মো: দেলোয়ার হোসেন, কর্নফুলী প্রেস ক্লাবের সা: সম্পাদক আবেদুজ্জমান আমিরী , চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজাহেরুল কাদের সহ পটিয়া চন্দনাইশ, আনোয়ারা , কর্নফুলী ও বোয়ালখালী উপজেলার ৭০ জন এ সাংবাদিক প্রশিক্ষন গ্রহন করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo