• গণমাধ্যম
  • লিড নিউজ

বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলা

  • গণমাধ্যম
  • লিড নিউজ
  • ১৫ জুলাই, ২০২২ ১৯:৪৮:৩৫

ছবিঃ সিএনআই

ইমরান মাহমুদ,জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দৈনিক আজকের পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি রাশিদুল ইসলাম রনির উপর হামলা ঘটনায় ঘটেছে।

শুক্রবার দুপুর ২ টা দিকে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাশিদুল ইসলাম রনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম রনির বড় ভাই মোঃ  বাবু মিয়ার ছোট ভাইরা আশরাফ আলী ও তার শ্বশুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিবাদ চলছিল।

আজ দুপুরে মোঃ বাবু মিয়া ও তাঁর শ্বশুর ভাইরা আশরাফ আলীর বাড়িতে গেলে তাঁর শ্বশুরের সাথে আশরাফ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুজনকে আটকে রাখে। খবর পেয়ে রাশেদুল ইসলাম রনি ওই বাড়িতে যান। উদ্ধার করার জন্য পুলিশকে ফোন দেন রাশেদুল ইসলাম রনি। এ সময় রনিকে আটকে রেখে মারধর করেন।

খবর পেয়ে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর স্থানীয়দের সহযোগিতায় রনিকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাশেদুল ইসলাম রনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে পুলিশকে ফোন দেই। তারপরে আমাকে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপরে হামলা করে।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এখনো থানায় কেউ অভিযোগ দেইনি অভিযোগ হলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo