• অর্থনীতি

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

  • অর্থনীতি
  • ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:১৩:৩০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একদিন বন্ধ থাকার পর আবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পর ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় ট্রাক। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হারুন-উর রশিদ জানান, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে ভারত হতে পণ্য আমদানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য পানামা পোর্ট কর্তৃপক্ষের সব সময় প্রস্তুতি রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo