• তথ্য ও প্রযুক্তি

টিভি পরিষ্কারের সময় আমরা যে ভুল করে থাকি

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৯:৪৪

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দিন যতই গড়াচ্ছে ততই আমাদের ব্যবহারিক জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সাধ্যের মধ্যে থাকায় সবাই ঝুঁকছেন উন্নত প্রযুক্তির দিকে। বিনোদন এবং ঘরের আসবাবের মধ্যে অন্যতম হচ্ছে টিভি।

শুধু যে দেশ বিদেশের চ্যানেল দেখা তা নয়, ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব ভিডিও, ভিডিও কলিং, গেমসহ নানান কাজ সেরে নেওয়া যায় টিভিতেই। তাই সংজ্ঞা বদলে টিভি এখন স্মার্ট টিভিতে পরিচিতি পেয়েছে।

বিভিন্ন কাজে যেহেতু স্মার্ট টিভির ব্যবহার করা হয়, তাই এর যত্নও প্রয়োজন নিয়মিত। অনেকে অনেকভাবে টিভি পরিষ্কার করেন। অনেকে সাধারণ কাপড় দিয়েই স্মার্ট টিভি পরিষ্কার রাখেন। এতে কিন্তু স্ক্রিনের উপর প্রভাব পড়ে। ফলে টিভির আয়ু ক্ষয় হয়।

এমন আরও কিছু ভুল আমরা প্রায়ই টিভি পরিষ্কারের ক্ষেত্রে করে থাকি। চলুন জেনে নেওয়া যেক সেসব-

> টিভির স্ক্রিন পরিষ্কার করতে সাধারণ কাপড় ব্যবহার করবেন না। কারণ কাপড়ে অনেক সময় বালি বা ধুলোর কনা লেগে থাকে। এতে স্ক্রিনের উপর দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন।

> ভুলেও টিভির স্ক্রিনে সরাসরি কোনো তরল পদার্থ স্প্রে করবেন না। প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করুন। তারপর সেটি দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করে নিন।

 

> টিভি পরিষ্কারের সময় অবশ্যই তা বন্ধ রাখুন। অন করা অবস্থায় কোনোভাবেই টিভির স্ক্রিন পরিষ্কার করতে যাবেন না। কোনো কারণে টিভি শর্ট সার্কিট থাকলে তা থেকে দুর্ঘটনা ঘটতে পারে।

> টিভির স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে প্রায় সবাই একটি ভুল করে থাকেন। টিভির স্ক্রিন এলোমেলোভাবে পরিষ্কার করেন। এতে স্ক্রিনের উপর দাগ পড়ে যেতে পারে। তাই একমুখীভাবে স্ক্রিন পরিষ্কার করুন। অর্থাৎ প্রথমে ভার্টিক্যালভাবে পরিষ্কার করুন, তারপর হরিজনট্যালি। এতে স্ক্রিনটি আরও ভালোভাবে পরিষ্কার দেখাবে।

> মাইক্রোফাইবার কাপড় দিয়ে টিভির স্ক্রিন পরিষ্কারের সময় উপয় পিঠ ব্যবহার করুন। প্রথমে একদিক দিয়ে পুরো স্ক্রিনটি পরিষ্কার করুন। তারপর কাপড়টি উল্টে নিয়ে বিপরীত দিক দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করুন।

মন্তব্য ( ০)





  • company_logo