• সমগ্র বাংলা

জামালপুরে করোনায় চারদিনের শিশুসহ ৩ জনের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ১২ আগস্ট, ২০২১ ১৭:৫৬:৩৭

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুর করোনায় চারদিনের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জামালপুর সদর পৌর শহরের সর্দারপাড়া এলাকার  ৬৮ বছর বয়সী পুরুষ, সরিষাবাড়ি উপজেলায় ৭০ বছর বয়সী পুরুষ ও ৪ দিন বয়সী মেয়ে শিশু মারা গেছে। এছাড়াও ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে একদিনে ২২জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জামালপুর, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ১৪৯টি নমুনা পরীক্ষায় ২২জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করায় করোনা শনাক্ত হয়।

জেলায় করোনা শনাক্ত হয়েছে সদরে ১০ সরিষাবাড়ী ৩, মেলান্দহ ১, দেওয়ানগঞ্জে ৩, বকশিগঞ্জে ২, ইসলামপুরে ৩জনের ।

জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, সবাই কে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিধি মোতাবেক চলাই মঙ্গলকর হবে।

মন্তব্য ( ০)





  • company_logo