• অপরাধ ও দুর্নীতি

ভেজাল আইসক্রিম তৈরি হতো এসব কারখানায়

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ এপ্রিল, ২০২১ ১৯:২৩:৪৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে নামীদামি কোম্পানির মোড়ক নকল করে ভেজাল আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুটি আইসক্রিম কোম্পানিকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮টি মেশিন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, ভেজাল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার খবরে ভৈরব শহরের তাহেরা ফুড প্রডাক্ট এবং কমলপুর এলাকার এস আলম ট্রেডিংয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেশীয় বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়কে ভেজাল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। সব উৎপাদিত পণ্যে ক্ষতিকর রং ও স্যাকারিন ব্যবহারের দায়ে তাহেরা ফুড প্রডাক্টকে ৪ লাখ ও এস আলম ট্রেডিংকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কারখানা দুটি থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম। পরে সেগুলো ধ্বংস করা হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo