• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবক আটক  

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৫ এপ্রিল, ২০২১ ১২:৫৩:৩১

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ইভটিজিংয়ের অভিযোগে কালিয়াকৈর উপজেলার উলূসরা এলাকা থেকে পুলিশ এক যুবককে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত রবিবার (০৪ এপ্রিল) দুপুরে  তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত হলেন- নওগার ধামুরহাট থানার অর্জুনপুর এলাকার ধায়ের উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার উলুসাড়া এলাকায় গত শনিবার (৩ এপ্রিল) বিকেলে পোশাক শ্রমিক রিনা আক্তার জুয়েল রানা কর্তৃক ইভটিজিং এর শিকার হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল রানাকে আটক করে। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইভটিজিং এর বিষয়টি প্রমাণিত হওয়ায় জুয়েল রানাকে  বিনাশ্রম দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী বলেন, ওই নারীকে বিভিন্ন সময় উত্যক্ত করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বিনাশ্রমে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

মন্তব্য ( ০)





  • company_logo